ক্রিকেট
এখন মাঠে
0

সুপার সিক্সে বাংলাদেশের যুবদের প্রতিপক্ষ নেপাল

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সুপার সিক্স মিশনে বুধবার (৩১ জানুয়ারি) মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। দু'দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

গ্রুপ পর্বে বাংলাদেশ ভারতের কাছে হারায় বিশ্বকাপ মিশন এ অবস্থায় বেশ কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। কারণ, গ্রুপ পর্বে থেকে ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে ইয়াং টাইগাররা। সেমিফাইনালে যেতে হলে সুপার সিক্সের দুই ম্যাচ পাকিস্তান ও নেপালের বিপক্ষে দু'টি জয়ের পাশপাশি নেটরান রেটের ব্যাপারটি মাথায় রাখতে হবে।

এ আসরের আফগানিস্তানকে হারিয়ে দারুণ চমক দিয়েছে নেপাল। তাদের ব্যাটিংয়ের চেয়ে বোলিং বিভাগ দুর্দান্ত। তাই হিমালয়ের দেশটির ব্যাপারে সচেতন থেকে মাঠে নামতে হবে বাংলাদেশকে।

সুপার সিক্সে বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ৩ ফেব্রুয়ারি বেনোনিতে।

এসএস