গায়ানার রাজধানী জর্জটাউন থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে, নদীপথ বিচ্ছিন্ন এক গ্রাম। শহরে আসতে সে গ্রাম থেকে লেগে যায় লম্বা সময়। দু'বছর আগেও শামার জোসেফ পরিবারের দায়িত্ব মেটাতে ছিলেন নৈশপ্রহরী! তবে ক্রিকেটের প্রতি ভালবাসা ছিল অসীম। পার্টটাইম খেলতেন, এক ফাস্ট বোলিং ক্যাম্পে জীবনের মোড় ঘুরে যায়। উইন্ডিজ 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত পারফরম্যান্স নজর কাড়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের। অবশেষে সুযোগ আসে জাতীয় দলে। তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে।
অস্ট্রেলিয়া প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে আহামরি কিছু করতে পারেননি! তাই সংশয় ছিল, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে একাদশে জায়গা পাবেন কিনা। কিন্তু সুযোগ মেলে, অভিষেকের প্রথম বলেই স্টিভ স্মিথের উইকেট তুলে ইতিহাস গড়েন। তুলে নেন পাঁচ উইকেট।
দ্বিতীয় ও শেষ টেস্ট ব্রিজবেনে। দিবারাত্রির টেস্টেও আলো ছড়ালেন। ২১৬ রানের টার্গেট অজিদের কাছে খুব কঠিন হওয়ার কথা নয়। কিন্তু সবকিছু কঠিন করে দিলেন শামার জোসেফ। স্মিথ বাদে অজিদের মূল ব্যাটারদের বিদায় করলেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই সেরা বোলিং ফিগার তুলে নেন ৭ উইকেট। উইন্ডিজ পায় ৮ রানের নাটকীয় জয়। অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর লারার দেশ টেস্ট জয়ের স্বাদ পেলো। দুর্দান্ত এ জয়ে ম্যাচ ও সিরিজ সেরা ওই শামার জোসেফ।
বিশ্বজুড়ে যখন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে অর্থের ছড়াছড়ি। তখন ক্যারিবিয়ান প্রতিষ্ঠিত ক্রিকেটাররা দেশ ছেড়ে টি-টোয়েন্টি ফেরিওয়ালা। তখন থেকেই সংকটে ক্যারিবীয়ান ক্রিকেট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ আর সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও কোয়ালিফাই করতে পারেনি দুইবার করে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীরা। ক্যারিবীয়ান ক্রিকেট যেন এক ডুবন্ত টাইটানিক। কিন্তু নাবিক হয়ে হাল ধরলেন একজন শামার জোসেফ। তার হাত ধরে ক্যারিবীয়ান ক্রিকেটে এমন অর্জন ক্যারিবীয়ান ক্রিকেট ফ্যানদের নতুন করে নিশ্চয়ই স্বপ্ন দেখাবে।