ক্রিকেট
এখন মাঠে
0

লিস্ট এ ক্রিকেটে কমবয়সী ক্রিকেটার আয়ুশ মাত্রের বিশ্বরেকর্ড

লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে ১৫০ রানের অধিক রান করার বিশ্বরেকর্ড গড়লেন মুম্বাইয়ের ব্যাটার আয়ুশ মাত্রে।

চলমান বিজয়-হাজারী ট্রফিতে নাগাল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন মুম্বাইয়ের আয়ুশ। ছাড়িয়ে গেছেন যশস্বী জায়স্বালকে।

মাত্র ১৭ বছর ১৬৮ দিনে এই কীর্তি গড়েন তিনি। ২০১৯ সালে জায়স্বালও মুম্বাইয়ের হয়ে এই রেকর্ড করেছিলেন ১৭ বছর ২৯১ দিনে।

আয়ুশের ১১৭ বলে ১৮১ রানের ইনিংসে ছিল ১১টি ছক্কা ও ১৫ টি চারের মার। ২৭ বছর পর মুম্বাইয়ের ইরানি কাপ জেতাতে রেখেছেন বড় ভূমিকা।

অনূর্ধ-১৯ এশিয়া কাপেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন আয়ুশ মাত্রে।

ইএ