ক্রিকেট
এখন মাঠে
0

ঢাকা পর্বে শীর্ষে খুলনা টাইগার্স, তলানীতে সিলেট

বিপিএলের ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনা টাইগার্স। তাদের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে চট্টগ্রাম।

এবারের বিপিএলে তারকাখচিত দল ফরচুন বরিশাল। তাদের দলে আছে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, মিরাজদের মতো অভিজ্ঞ ক্রিকেটার। দেশি তারকা ছাড়াও বিদেশিদের মধ্যে আছেন শোয়েব মালিক, ওয়েল্লাগে, আব্বাস আফ্রিদিদের মতো পারফর্মার। স্বাভাবিকভাবেই শক্তির বিবেচনায় ফ্র্যাঞ্চাইজিটি বেশ এগিয়ে।

দলে ভরপুর তারকা থাকলেও মাঠের পারফরম্যান্সে তামিমরা তেমন সুবিধা করতে পারেনি। ঢাকা পর্বে ৩ ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থানে আছে ফরচুন বরিশাল।

ফরচুনের চেয়ে খুলনা টাইগার্সে জাতীয় দলের ক্রিকেটার তুলনামূলক কম। কিন্ত ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিক পারফর্ম করে এনামুল হক বিজয়ের দল দুটি ম্যাচ জিতে নিয়েছে। এই মুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স শীর্ষে রয়েছে।

খুলনার সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুভাগত হোমরা ঢাকায় তিনটি ম্যাচ খেলে একটিতে হেরেছে।

গত আসরে দারুণ খেলা উপহার দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফির নেতৃত্বে সেবার শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েও দলটি রানার্সআপ হয়েছিল। কিন্তু এবারের আসরে এখনো জয়ের দেখাই পায়নি তারা। টানা দুটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে সিলেট স্ট্রাইকার্স।

গেলবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স চলতি আসর হার দিয়ে শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতেছে। কুমিল্লার মতো সমান ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্স।

ঢাকা পর্বে ৮ ম্যাচের মধ্যে পাঁচটিতেই দলীয় সংগ্রহ দেড়শোর কোটা পেরুতে পারেনি কেউ। অর্থাৎ সীমিত ওভারের টুর্নামেন্টটিতে মিরপুরে এবছরেও অধিকাংশ ম্যাচ লো স্কোরিং হয়েছে। বিপিএলের সিলেট পর্ব শুক্রবার থেকে শুরু হবে। সেখানে হয়তো রানের ঘোড়া ছুটবে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর