সিরিজের ৫ম ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪২ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান। শুরুতে ব্যাট করে ১৩৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাব দিতে নেমে ৯২ রানে গুটিয়ে যায় কিউইরা।
ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায়নি পাকিস্তান। স্কোরবোর্ডে রান তোলার আগেই আউট হন হাসিবউল্লাহ খান। তবে প্রাথমিক বিপর্যয় সামাল দেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।
দু’জন মিলে গড়েন ৫৩ রানের জুটি। তবে রানরেট বাড়ান ফখর জামান। তার ১৬ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে লড়াকু সংগ্রহ পায় পাকিরা। তবে শেষদিকে কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোর বড় হয়নি সফরকারীদের। ৮ উইকেটে ১৩৪ রানে থামে তাদের ইনিংস।
তবে এই রানটাকেই জয়ের জন্য যথেষ্ট বানিয়ে দেন পাক বোলাররা। ইফতিখার-নাওয়াজের স্পিনের পাশাপাশি শাহিন আফ্রিদির আগুন ঝরা বোলিংয়ে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন গ্লেন ফিলিপস। বড় ব্যবধানে হারলেও, সিরিজ ৪-১ এ জিতে নিয়েছে ব্ল্যাক ক্যাপরা।