বিপিএলের দশম আসর শুরুর আগেই আবারও নেতিবাচক শিরোনামে আসে চট্টগ্রামের নাম। সবশেষ আসরে দলে থাকা অভিষেক মিত্র ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, টিম ম্যানেজমেন্ট পরিশোধ করেনি তার প্রাপ্য অর্থ। টাকা চেয়ে কয়েকবার যোগাযোগ করা হলেও নাকি দলের পক্ষ থেকে তাকে কিছু জানায়নি।
তবে শুধুমাত্র ফেসবুক পোস্টের ওপর নির্ভর না করে অভিষেক মিত্রের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
অভিযোগের সত্যতা প্রমাণে ফেসবুক পোস্টে উল্লেখিত অপারেশন্স ম্যানেজারের কাছে জানতে চাওয়া হয়, অভিষেক মিত্রকে কেন অর্থ পরিশোধ করা হয়নি। আর তার অভিযোগের সত্যতা কতটুকু?
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অপারেশন্স ম্যানেজার ইমরান হাসান বলেন, ‘তিনি আমাকে বলেছিলেন পেমেন্টে পাবেন। তাকে বলেছি, অ্যাকাউন্টসের সঙ্গে কথা বলে আপনাকে জানাতে পারবো। আমি জানতে পেরেছি, তাকে ৩ লাখ ৭৫ হাজার টাকা পেমেন্ট করা হয়েছে। পরে আবার তাকে বলেছি আপনি অফিসে আসেন, বিষয়টি সমাধান করা যাবে।”
১৯ জানুয়ারি বিপিএল আসর শুরুর কথা থাকলেও ৭ দিন হাতে রেখে অফিসিয়ালি অনুশীলন শুরু করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।