ক্রিকেট
এখন মাঠে
0

ইতিহাসের সেরা বিসিবি সভাপতি হতে চান সাকিব

সংসদ সদস্য হওয়ার পর এবার বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এখন পর্যন্ত দেশের ইতিহাসে জাতীয় দলের কোন ক্রিকেটার বিসিবির দায়িত্ব সামলাননি।

সাকিব ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি এবার নতুন পরিচয় পেয়েছেন। ভোটের মাঠে নেমে প্রথমবারেই নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য।

নতুন দায়িত্ব আর নতুন পদের দিকে বেশি আগ্রহী সাকিবের লক্ষ্য এখন বিসিবির সভাপতি হওয়া। শুধু সভাপতি নয়, সুযোগ পেলে দেশের সেরা সভাপতি হয়ে দেখাতে চান তিনি। আবুধাবির টি-টেন লিগে প্রকাশিত এক ভিডিওতে নিজের এমন আকাঙ্ক্ষার কথাই জানিয়েছেন এই অলরাউন্ডার।

সাকিব বলেন, 'কখনো যদি এই সুযোগ আসে তাহলে মিস করতে চাই না। আমি বিশ্বাস করি যদি হতে পারি, তাহলে বাংলাদেশের ইতিহাসে সেরা সভাপতি হবো।'

তিন মেয়াদে বিসিবির দায়িত্ব সামলাচ্ছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের ক্রিকেট ইতিহাসে তার সময়ে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ। এর আগে তিন বছর এই দায়িত্বে ছিলেন মোস্তফা কামাল। তাদের দুজনের প্রশংসা করতে ভোলেননি বাঁহাতি এই ব্যাটার।

সাকিব আল হাসান আরও বলেন, 'তারা না থাকলে ক্রিকেটের এত উন্নতি হতো না। অনেকেই সমালোচনা করতে পারেন কিন্তু তাদের অবদান ছিলো বলেই আমরা এতদূর আসতে পেরেছি।'

যদিও গঠনতন্ত্রের আলোকে এখনই সাকিবের বিসিবি বস হওয়ার সুযোগ নেই। ঘটনার বাইরেও ঘটতে পারে অনেক ঘটনা। কারণ সাকিব মানেই তো চমক।