ক্রিকেটে সাফল্য-ব্যর্থতায় মোড়ানো ২০২৩ সাল

0

বড় আশা নিয়ে ভারত বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রাথমিক লক্ষ্য ছিল সেমিফাইনাল নিশ্চিত করা। কিন্ত পুরো আসরজুড়ে সেমির রেসে ছিল না সাকিব বাহিনী। ৯ ম্যাচের ৭টিতে হেরে অষ্টম স্থানে থেকে ২০২৩ বিশ্বকাপ শেষ করে লাল-সবুজ প্রতিনিধিরা।

শুধু বিশ্বকাপ নয়, এশিয়া কাপেও হতাশার গল্প লিখেছে হাথুরু শিষ্যরা। কোনোমতে সুপার ফোরে উঠেছিলো সাকিবের দল। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে শক্তিশালী দল মনে করা হলেও ২০২৩ সাল তেমন ভালো কাটেনি। ঘরের মাটিতে সিরিজ হারতে হয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর আফগানিস্তানের কাছে। তবে বছরের শেষদিকে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে ম্যাচ জিতে টাইগাররা। যদিও সে সিরিজটা ২-১ ব্যবধানে হেরেছে শান্ত’র দল।

ওয়ানডের তুলনায় টেস্ট ফর‌ম্যাটে বলার মতো সাফল্য পেয়েছে বাংলাদেশ। যার মধ্যে বড় সাফল্য বলতে ঘরের মাটিতে প্রথমবার কিউইদের বিপক্ষে জয়। এছাড়া আয়ারল্যান্ড আর আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে।

২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে সাকিবের দল। তাছাড়া কিউইদের কন্ডিশনে তাদেরকে প্রথমবার হারানোর সুখস্মৃতি রয়েছে শান্তদের।

শেষ হওয়া বছরটিতে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য ছিল যুব এশিয়া কাপ জয়। কারণ প্রথমবারের মতো এশিয়া শ্রেষ্ঠত্বের মুকুট জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এসব ছাড়াও ছেলেদের ক্রিকেটে আলোচিত ঘটনা ছিল তামিম ইকবালের অবসর কাণ্ড। জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ চলাকালে হঠাৎ অবসরের ঘোষণা দেন দেশসেরা ওপেনার। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুতই অবসর প্রত্যাহার করেন তামিম। কিন্তু এশিয়া কাপ ও বিশ্বকাপের কোনটিতেই খেলা হয়নি তার।

এদিকে ২০২৩ সাল নারী ক্রিকেটারদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। কারণ, ঘরের মাঠে ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজ ড্র করা ছাড়াও পাকিস্তানের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে দুই ফরম্যাটে সিরিজ জয়। এছাড়া প্রোটিয়াদের মাটিতে প্রথমবার ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিগাররা। সবমিলিয়ে বলা যায়, ক্রিকেটে সাফল্য-ব্যর্থতায় মোড়ানো একটা বছর পার করেছে বাংলাদেশ।

আরও পড়ুন: