বহু ভারতীয় ক্রিকেটারের ভাগ্যের চাকা ঘুরিয়েছে আইপিএল। নিম্নবিত্ত থেকে রাতারাতি কোটিপতি বনে গেছেন অনেকে। সে তালিকায় সবশেষ যোগ হয়েছে রবিন মিনজ নামের এক ক্রিকেটারের নাম। ভারতের প্রথম আদিবাসী হিসেবে আইপিএলে খেলবেন গুজরাট টাইটান্সের হয়ে। ৩ কোটি ৬ লাখ রুপিতে তাকে কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
রবিনের ক্রিকেট যাত্রা মোটেও সুগম ছিল না। বাবা জাভিয়ার হার্নান্দেজ ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। তিন ছেলেমেয়ের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেতে হত তার। তবে ছেলের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে কখনোই পিছ-পা হননি জাভিয়ার। একবার রবিনকে ক্রিকেটীয় সরঞ্জাম কিনে দিতে ২ হাজার রুপি নিয়ে দোকানে যান তার বাবা। তবে শুধু ব্যাটের দামই ছিলো ৫ হাজার রুপি। পরে ধার করে ব্যাট কিনতে হয় তাদের।
ছোটবেলা থেকেই চুপচাপ প্রকৃতির রবিন। তবে ব্যাট হাতে ছিলেন দারুণ দক্ষ। রাঁচির সনেট ক্লাবে থাকতেই মারকুটে ব্যাটার হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। পরিচিত হন ঝাড়খন্ডের ক্রিস গেইল নামে। ব্যাটের সাথে উইকেট কিপিংও করেন, তাই অনেকে ডাকতেন পরবর্তী ধোনি নামেও। সে ক্লাবের হয়েই খেলতেন ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। দু'জনের কোচও চঞ্চল ভট্টাচার্য।
রবিনের আইপিএলে সুযোগ পাওয়ার ক্ষেত্রেও ভূমিকা আছে ধোনির। নিলামে ২০ লাখ ভিত্তিমূল্যের রবিনের প্রথম ডাক ছিল চেন্নাই সুপার কিংসের। যদিও দর কষাকষি শেষে তাকে ৩ কোটি ৬ লাখ রুপিতে কিনে নেয় গুজরাট টাইটান্স।
ছেলের এমন সাফল্যে পরিবারে চলছে খুশির কান্না। টানাপোড়েনের সংসারে ফিরেছে স্বস্তি। আইপিএল রাঙিয়ে রবিন একদিন গায়ে জড়াবেন জাতীয় দলের জার্সি, পরিবারের স্বপ্ন এখন এমনই।