ক্রিকেট
এখন মাঠে
0

একশো'র মধ্যে তিন দেশকে অলআউট করছে বাংলাদেশ

ওয়ানডেতে এখন পর্যন্ত তিনটি দলকে একশ রানের নিচে অলআউট করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে সিরিজের শেষ ম্যাচে ৯৮ রানে আটকে সেই তালিকায় নতুন নাম এখন কিউইরা। যদিও এখনো টেস্ট খেলুড়ে দেশের মধ্যে শুধুমাত্র অস্ট্রেলিয়াকে অলআউট করতে পারেনি টাইগাররা।

ক্রিকেটের শর্ট ফর‌ম্যাটে এর আগে কখনোই নিউজিল্যান্ডের মাটিতে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। তবে এবার সিরিজের শেষ ম্যাচ জিতে নতুন রেকর্ডের পাশাপাশি একশ রানের নিচে কিউইদের আটকে রেখেও আরেক রেকর্ডের জন্ম দিয়েছে শান্ত বাহিনী

টেস্ট খেলায় অধিকাংশ দলকেই ওয়ানডেতে অলআউট করতে পেরেছে টাইগার বোলাররা। শুধু এখনো এই তালিকায় নেই অস্ট্রেলিয়ার নাম। ১০০ রানের নিচে লজ্জার এই তালিকায় আছে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের নাম। আর নতুন করে যোগ হলো কিউইরা। এর মধ্যে নিউজিল্যান্ড ছাড়া বাকি দুই দলকেই ঘরের মাঠ চট্টগ্রামে ১০ উইকেটই শিকার করেছে টাইগাররা।

তালিকায় এর পরের নাম আয়ারল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা। আইরিশদের চলতি বছরেই সিলেটের মাটিতে ১০১ রানে অলআউট করে বাংলাদেশ। আর ২০১৪ সালে মিরপুরে ভারতকে ১০৫ রানে আর ২০১৮ সালে দুবাইতে শ্রীলঙ্কাকে ১২৪ রানে অলআউট করে টাইগাররা।

তালিকায় এরপর চারটি দেশের নাম আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ইংল্যান্ড। এই দলগুলিকে যথাক্রমে ১২৬, ১৫৪, ১৬১ ও ১৯৬ রানে অলআউট করে বাংলাদেশ। এর মধ্যে আফগানিস্তান ও ইংল্যান্ডকে ঘরের মাঠে চট্টগ্রামে এই কৃর্তী গড়ে টাইগাররা।