মিরপুর টেস্ট: আয়ারল্যান্ডের সামনে টাইগারদের ৫০৯ রানের লক্ষ্য

মুশফিকুর রহিম ও মমিনুল হকের ড্রেসিংরুমের দিকে ফেরার মুহূর্ত
মুশফিকুর রহিম ও মমিনুল হকের ড্রেসিংরুমের দিকে ফেরার মুহূর্ত | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

মিরপুরে সিরিজের ২য় টেস্টের চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির পর ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ। ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করায় আয়ারল্যান্ডের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৫০৯ রানের। জবাবে ব্যাট করছে আইরিশরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ ৪ উইকেটে ১২৪ রান।

এক উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই সাফল্যের দেখা পায় আয়ারল্যান্ড। ব্যক্তিগত ৭৮ রানে ম্যাকব্রাইনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাদমান ইসলাম।

প্রথম ইনিংসের মতো এ ইনিংসেও দুই অঙ্কের ঘরে যেতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জর্ডান নেইলের বলে বালবির্নির তালুবন্দী হয়ে ১ রানে সাজঘরে ফেরেন তিনি।

আরও পড়ুন:

এরপর শুরুর ধাক্কা সামলে টাইগারদের ইনিংস এগিয়ে নেন মুমিনুল হক ও শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। সেঞ্চুরির কাছে গিয়েও হতাশ হতে হয়েছে মুমিনুলকে, ৮৭ রানে ফিরে যান তিনি।

অন্যদিকে, ফিফটি করে রিকি পন্টিংয়ের পর একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার রেকর্ড গড়েন মুশফিক। মুমিনুল ফেরার পরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরলাইন:

বাংলাদেশ— ৪৭৬ (প্রথম ইনিংস); ২৯৭/৪ (দ্বিতীয় ইনিংস ঘোষণা)

আয়ারল্যান্ড—২৬৫ (প্রথম ইনিংস); ১২৪/৪ (দ্বিতীয় ইনিংসে ব্যাটিং চলমান)

এসএইচ