এক বছরেরও বেশি সময় পর নিউজিল্যান্ডের উইকেটে তাণ্ডব চালিয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের শীতের আবহাওয়াতেও টাইগারদের উত্তাপ ছড়ানো পারফরম্যান্স। শেষ ২০২২ এর অক্টোবরে দুই ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর স্বাগতিকদের মাটিতে আর পা রাখা হয়নি লিটন,শান্তদের।
এবার রঙিন পোষাকের দুই ফরম্যাটে কিউই বধ করার প্রস্তুতিতে এগিয়ে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ। তবে মূল দল নয়, নিউজিল্যান্ডের ডেভেলপমেন্ট দল থেকে বাছাইকৃত তারুণ্যনির্ভর দলের বিপক্ষে ব্যাট বলে নিজেদেরকে ঝালাই করেছে তানজিদ, রিশাদ, লিটনরা।
বার্ট সাটক্লিফ ওভালে আগে ব্যাট করার সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে সফরকারীরা। ওয়ানডে বিশ্বকাপের পর নিজেদের খোলস ছেড়ে রানের দেখা পেয়েছে ব্যাটাররা। তানজিদ তামিম , সৌম্য সরকার, লিটন দাস ও রিশাদ হোসেন এই চারজন ব্যাটারই করেছে অর্ধশতক।
এনামুল বিজয়ও পেরিয়েছেন ত্রিশের ঘর। তবে হতাশ করেছেন নিয়মিত ব্যাটার তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন। শূণ্য রানে আউট হয়েছে হৃদয়। ১০ রানে থেমে যায় আফিফের ইনিংস। শেষ পর্যন্ত স্বাগতিকদের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩৫ রান।
এই লক্ষ্য দিয়ে সহজেই জয় তুলে নেয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নিউজিল্যান্ড একাদশের ব্যাটাররা করেছে কঠিন লড়াই। বাংলাদেশের বোলিং আক্রমণকে পাত্তা না দিয়ে ৩০০ রানের কোটা পেরিয়ে যায় স্বাগতিকরা। শেষের দিকে সফরকারী বোলাররা চেপে ধরলে অলআউট হয় নিউজিল্যান্ড ক্রিকেট দল।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট নেন রিশাদ হোসেন। আর তার সঙ্গে একই পথে হেঁটেছেন আফিফ হোসেনও। শেষ পর্যন্ত ২৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।





