২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট পার করছে ব্যস্ত সময়। নতুন বছরটাও দেশের ক্রিকেটে থাকছে ব্যস্ততা। জাতীয় পুরুষ ও নারী দলের ব্যস্ত সূচি থাকছে পুরো বছরেই। জানুয়ারি মাস জুড়ে বিপিএল নিয়ে ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা।
১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এই বছর আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে বাংলাদেশ। মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
মে মাসে পাকিস্তানে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জুনে শ্রীলঙ্কার মাটিতে খেলবে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।
এরপর আগস্টে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টির হোম সিরিজ খেলবে টাইগাররা। অক্টোবর নিজেদের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবিয়ানদের বিপক্ষে। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টির হোম সিরিজ খেলে বছর শেষ করবে লাল-সবুজরা।
বাংলাদেশ নারী ক্রিকেট দলও ব্যস্ত সময় পার করবে ২০২৫ সালে। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজে অ্যাওয়ে সিরিজ খেলবে টাইগ্রেসরা। ওয়ানডে সিরিজ জিতলে সেপ্টেম্বর-অক্টোবর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে তারা। সিরিজ হারলে বাছাইপর্ব পেরিয়েই খেলতে হবে মূল পর্বে।
ডিসেম্বরে ভারতীয় নারী দলের সাথে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি অ্যাওয়ে সিরিজ খেলে বছর শেষ করবে জ্যোতি-মারুফারা।