এখন মাঠে
0

তামিমের সাথে নির্বাচকদের জরুরি বৈঠকের ফলাফল শূন্য!

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার আগে তামিমের সাথে নির্বাচকদের জরুরি বৈঠকের ফলাফল শূন্য। প্রধান নির্বাচকের ভাষ্য অনুসারে পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন তামিম। অন্যদিকে অলরাউন্ডার সাকিব আল হাসানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বোলিং অ্যাকশনের সবুজ সংকেত আসার পরই।

অপেক্ষা কিংবা প্রতীক্ষার প্রহর কতটা দীর্ঘ হতে পারে! জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর থেকেই তামিম আবারও জাতীয় দলে ফিরবেন কি ফিরবেন না সেই গোলক ধাঁধায় বাংলাদেশ ক্রিকেট। যেনো কানামাছি খেলার লুকোচুরি গল্প। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিম ইকবালকে পাওয়া যাবে কি যাবে না? সেই বিষয়ে পরিষ্কার কোনো উত্তর নেই! বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার ডেডলাইন শেষ অথচ তামিম তার পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবেন। সমীকরণটা ঠিক যেনো মিলছে না।

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'তামিম যদি সময় চায় আমাদের দিতে কোনো অসুবিধে নেই। যেহেতু সময় আমাদের হাতে আছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের কাজটা সম্পাদন করতে পারবো।'

এত কিছুর মাঝে একটা বিষয় পরিষ্কার চ্যাম্পিয়ন ট্রফিতে তামিম ইকবাল ফেরানোর জন্য মুখিয়ে আছে বিসিবি। তামিম ফিটনেস বা স্কিল নিয়েই নেই প্রশ্ন। কিন্তু সবকিছু যদি ঠিকঠাকই থাকে তাহলে জাতীয় দলে তামিমের ফেরার প্রক্রিয়ায় সমস্যা কোথায়? সেই উত্তর পাওয়া যায়নি। উলটো প্রধান নির্বাচক বলটা ঠেলে দিয়েছেন তামিমের কোর্টেই।

তিনি বলেন, 'ফেরত আসা বা না আসা আপনারা যে দোদুল্যমান অবস্থায় আছেন তার উত্তর তামিম ইকবালের কাছ থেকেই আসুক। তিনি যেহেতু তার পরিবারের থেকে দূরে আছেন এই মুহূর্তে। তিনি আছেন সিলেটে, তার পরিবার থাকে চট্টগ্রামে। সে কারণে আমার মনে হয় এটা তার কল।'

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে বিসিবির ভাবনায় আছেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। তবে বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা কারণেই সাকিবের বিষয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি। এমনটাই বলেন প্রধান নির্বাচক।

তিনি বলেন, 'তামিম ইকবালের মতো খেলোয়াড় যিনি এনসিএল খেলছে, বিপিএল খেলছে। সো তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই। তার ফেরার জন্য আমরা সবাই মুখিয়ে ছিলাম যে তিনি ফিরতে চান কি না। তিনি আমাদের এই প্রক্রিয়াটার জন্য অ্যাভেইলেবেল আছেন কি না। আমরা এর আংশিক উত্তর পেয়েছি। পুরোপুরি পাইনি। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।'

দেশের ক্রিকেট ইতিহাসের সেরা দুই ক্রিকেটার তামিম-সাকিব। ফিটনেস ইস্যু আর অবসর ঘোষণায় দীর্ঘদিন সেই তামিম হয়ে আছেন অভিমানী নক্ষত্র। আর নানা জটিলতা পর নতুন করে বোলিং অ্যাকশন ইস্যুতে সাকিব থেকেও নেই। ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার শেষ তারিখ। ক্রমান্বয়েই ঘনিয়ে আসছে সময়। অথচ বরাবরই মতই বড় টুর্নামেন্টের আগে শেষ মুহূর্তে দল ঘোষণার আশায় দিন গুণছে বিসিবি। এই রেওয়াজ কবে কখন শেষ হবে বা আদৌ হবে কি না? সম্ভবত সেটা জানা নেই কারোরই।

এসএস