ক্রিকেট
এখন মাঠে
0

সবাইকে ছাড়িয়ে রেকর্ডের শীর্ষে ‘‌কিং’ কোহলি

শাহনুর শাকিব

ওয়ানডে ক্রিকেটে সবাইকে ছাড়িয়ে গেছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। শতকের হিসাবে তার সামনে নেই আর কেউ। কিংবদন্তী শচীন টেন্ডুলকারের ৪৯ শতকের রেকর্ড ছাড়িয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ শতকের মালিক এখন কোহলি।

গেল সপ্তাহেই শচীনকে স্পর্শ করেন বিরাট। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ছাড়িয়ে গেলেন তাকে। তাও শচীনের ঘরের মাঠ ওয়াংখেড়েতে। বিরাটের এমন রেকর্ড গড়ার দিনে মাঠে সাক্ষী ছিলেন শচীন নিজেই। দাঁড়িয়ে সম্মাননা জানিয়েছেন ক্রিকেট ঈশ্বর। উদযাপন শেষে মাঠ থেকে কুর্নিশ জানিয়েছেন কোহলি নিজেও।

একইদিনে শচীনকে আরো একবার পেছনে ফেলেছেন কোহলি। ভেঙে দিয়েছেন বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। শচীনের ৬৭৩ রানের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। সঙ্গে বিশ্বকাপের এক আসরে প্রথমবার ৭০০’র বেশি রান করার রেকর্ডও গড়েছেন কোহলি।

২০০৮ সালে অভিষেকের পর থেকে গত দেড় দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রান মেশিন হয়ে উঠেছেন বিরাট কোহলি। যে কারণে তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসাবে বিবেচনা করা হয়। তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজনও বলা হয় তাকে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতকের অধিকারী এখন কোহলি। ২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড এর বিপক্ষে ১১৭ রান করার মাধ্যমে ১০০ রান করার অর্ধশতক করেন।

১১৩ বলে ১০৩.৫৪ স্ট্রাইকরেটে ২টি ছক্কা ও ৯টি চারের মাধ্যমে ১১৭ রানের একটা ঝড়ো ইনিংস খেলেছেন কোহলি।

৪৯ টি শতক করতে শচীন টেন্ডুলকার খেলেন ৪৬৩টি ম্যাচ। ৪৪.৮৩ গড়ে করেছেন মোট ১৮ হাজার ৪২৬ রান। একটি দ্বি-শতক রানের ইনিংসও রয়েছে তার।

টেন্ডুলকারের চেয়ে ১৭২ ম্যাচ কম খেলেই তার ৪৯ রানের রেকর্ড ভেঙে ফেলেন কোহলি। মাত্র ২৯১ টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেই ১০০ রান করার অর্ধশতক করেন। ২৯১ ম্যাচ খেলে এখন পর্যন্ত ২৭৯ ইনিংসে ৫৮.৭০ গড়ে মোট ১৩ হাজার ৭৯৪ রান করেছেন। এতে পঞ্চাশোর্ধ রান করেছেন ৭১ বার।

সর্বোচ্চ ১৮৩ রানের ইনিংস খেলেছেন ওডিআই ম্যাচে। মোট ১ হাজার ২৯০ টি চার ও ১৫২ টি ছক্কা মেরেছেন। সবমিলিয়ে তার স্ট্রাইক রেটও চোখে পড়ার মতো, ৯৩.৬২ সট্রাইক রেটে  ১৩ হাজার ৭৯৪ রান করেছেন।

এসএস