‘ভাবতে’ এক দিন সময় দিলো আইসিসি; বাংলাদেশ না গেলে বিকল্প স্কটল্যান্ড

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে অনুরোধ করেছে তারা। দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও এ সমস্যার সমাধান করতে পারেনি আইসিসি। আজকের (বুধবার, ২১ জানুয়ারি) সভায় বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এক দিনের সময় বেধে দিয়েছে আইসিসি। সভায় ভোটাভুটিতে হেরে যায় বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্রে এ খবর দিয়েছে ক্রিকইনফো।

আজ (বুধবার, ২১ জানুয়ারি) সন্ধ্যায় ভার্চুয়ালি সভায় বসেছিল আইসিসি। যেখানে পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে।

আরও পড়ুন:

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, আলোচনায় অংশ নেয়া বেশিরভাগ সদস্যই বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার পক্ষে মত দিয়েছে। আর বাংলাদেশ যদি না খেলে, তাহলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে কি না, এই সিদ্ধান্ত নিতে আরও এক দিন সময় পাচ্ছে বিসিবি।

এসএস