এলিমিনিটরে রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ বলে নাটকীয় জয় পায় সিলেট। অন্যদিকে কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে হারে রাজশাহী। দুই দল এবার লড়বে ফাইনালে ওঠার লড়াইয়ে। শেষ মূহুর্তে এসে শক্তিমত্তা বাড়িয়েছে দুই দলই।
আরও পড়ুন:
রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন কিউই তারকা কেইন উইলিয়ামসন। আছেন জিমি নিশাম, শাহিবজাদা ফারহানরাও। শান্ত-মুশফিক-তানজিদ তামিমদের সমন্বয়ে শক্তিশালী দল রাজশাহীর।
অন্যদিকে আগের দিন যোগ দিয়েই সিলেটকে ম্যাচ জেতানো ইংলিশ তারকা অলরাউন্ডার ক্রিস ওকস তো আছেনই। সঙ্গে আছেন আরেক অভিজ্ঞ ইংলিশ তারকা মঈন আলী। বর্তমান নাম্বার ওয়ান টি-টোয়েন্টি অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইও খেলছেন সিলেটে। সবমিলিয়ে শক্তিশালী দুই দলের ফাইনালে ওঠার লড়াইটা বেশ উপভোগ্যই হবে দর্শকদের জন্য।





