ওয়াংখেড়েতে এক ফ্রেমে শচীন ও মেসি!

মেসিকে জার্সি উপহার দিচ্ছেন শচীন
মেসিকে জার্সি উপহার দিচ্ছেন শচীন | ছবি: সংগৃহীত
0

ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার আর ফুটবলের মহাতারকা লিওনেল মেসি এক মঞ্চে, এক ফ্রেমে। ক্রিকেট আর ফুটবল দুটি আলাদা খেলা, কিন্তু আবেগের ভাষা এক। গতকাল (রোববার, ১৪ ডিসেম্বর) মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা গেলো সেই আবেগের অনন্য মিলন। খেলাধুলার সীমা পেরিয়ে পারস্পরিক সম্মান আর ভালোবাসার প্রতীক হয়ে উঠলো টেন্ডুলকারের দেয়া জার্সি উপহার। বিশ্ব ক্রীড়ার ইতিহাসে যুক্ত হলো আরেকটি স্মরণীয় মুহূর্ত।

ক্রিকেট আর ফুটবল দুটি ভিন্ন খেলা, দুটি ভিন্ন মাঠ। কিন্তু আবেগ, সম্মান আর তারকা-খ্যাতির জায়গায় কোনো ভেদাভেদ নেই। সেই কথারই জীবন্ত প্রমাণ মিললো মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

এক পাশে ক্রিকেটের ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকার, অন্য পাশে ফুটবলের জাদুকর লিওনেল মেসি। দুই প্রজন্মের দুই মহাতারকার এ সাক্ষাৎ মুহূর্তেই ক্রীড়া প্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়।

আরও পড়ুন:

বিশেষ এ অনুষ্ঠানে শচীন টেন্ডুলকার নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দেন লিওনেল মেসির হাতে। একটি সাধারণ জার্সি নয়—এটি ছিল সম্মান, শ্রদ্ধার অনন্য নিদর্শন।

জার্সি হাতে পেয়ে মেসির মুখে ফুটে ওঠে প্রশান্ত হাসি। টেন্ডুলকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মুহূর্তটি যেন বলে দেয় মহাতারকারাও একে অন্যের ভক্ত। ক্রিকেট বিশ্বে টেন্ডুলকার যেমন অনুপ্রেরণার নাম, ফুটবল দুনিয়ায় মেসি ঠিক তেমনি এক কিংবদন্তি। দুজনের পথ আলাদা হলেও লক্ষ্য এক খেলার মাধ্যমে মানুষকে আনন্দ দেয়া।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এ দৃশ্য শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি বিশ্ব ক্রীড়ার এক ঐতিহাসিক মিলন। যেখানে খেলার সীমানা ভেঙে তৈরি হয় বন্ধন। শচীন আর মেসি ধ্বনিতে পুরো স্টেডিয়াম যেন রূপ নেয় অভাবনীয় দৃশ্যে।

শচীন টেন্ডুলকার ও লিওনেল মেসি দুটি নাম, একটি মুহূর্ত, আর ইতিহাসে লেখা এক অনন্য অধ্যায়।

ইএ