প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলেও গোলে দেখা পায়নি নেইমারের দল। বিরতির থেকে ফিরে শুরুতে গোলের সুযোগ মিস করেন নেইমার। তবে ৫৫ মিনিটে সে সুযোগ আর হাতছাড়া করেননি নেইমার জুনিয়র।
আরও পড়ুন:
জুভেন্তিদের জালে প্রথম বল পাঠান তিনি। ১-০তে এগিয়ে থাকা সান্তোসের ব্যবধান দ্বিগুণ করেন ১০ মিনিট পরই।ম্যাচের ৭০ মিনিটে ডি বক্সের মধ্যে করা ফাউল থেকে ভিডিও রেফারির রিভিউতে পেনাল্টি পায় সান্তোস। স্পটকিক থেকে নেয়া ডান পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার।
নেইমারের হ্যাটট্রিকে ক্লাবটি লিগের অবনমন অঞ্চল থেকে ফেরত এসেছে এক ম্যাচ হাতে রেখেই। ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সান্তোসের অবস্থান এখন ১৪তে। লিগটিতে এ মৌসুমে চারটি দল চলে যায় অবনমন অঞ্চলে। যেখানে চলতি মৌসুমে ফ্লেমেঙ্গো এক ম্যাচ হাতে রেখে জিতে গেছে লিগ শিরোপা। সবশেষ হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন পিএসজি জার্সিতে ২০২২ সালে।





