কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রতিপক্ষ পাকিস্তান কিছু বুঝে উঠার আগে গোল উৎসবে মাতে বাংলাদেশ। পাকিস্তান দলের গোলরক্ষকের ভুলের সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচে প্রথম গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এক মিনিটের ব্যবধানে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করে লাল সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন:
তবে এবার গোলদাতা অপু রহমান। প্রথমার্ধের বাকি সময় এবং বিরতির পর আর কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। তবে প্রতিপক্ষ পাকিস্তানের ফুটবলাররাও চাপে ফেলতে পারেনি ছোটনের শিষ্যদের।
আগামী (শনিবার, ২৭ সেপ্টেম্বর) ফাইনালে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সঙ্গে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশের তরুণ ফুটবলাররা।





