বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে প্রায় একই সময়ে আসেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। প্রথম দিকে একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তারা। সময়ের পরিক্রমায় তাদের বন্ধুত্বেও বেশ কিছুটা চিড় ধরে। প্রকাশ্যে না হলেও শেষ কয়েক বছরের ঘটনাপ্রবাহে সম্পর্কের সেই তিক্ততা প্রকট হয়ে ওঠে বলে অনেকে মনে করেন। তবে এক সময়ের বন্ধুর জন্য বিপদের দিনে প্রার্থনায় ভুল করেননি অলরাউন্ডার সাকিব।
তাইতো দেরিতে হলেও ভিডিও বার্তায় সাকিব আল হাসান দোয়া চেয়ে বলেন, 'আশা করি, তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্যও। এই কঠিন সময় যেন দ্রুত পার হয়ে যেতে পারে।'
আরো পড়ুন: তামিমের জন্য তাদের প্রার্থনা
এর আগে তামিম ইকবালের সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা। মাশরাফি-তাসকিনদের পাশাপাশি লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা, সাবেক ভারতীয় মনোজ তিওয়ারিও তার জন্য প্রার্থনা জানিয়েছেন। কেবল ক্রিকেটাররাই নন, শোবিজ তারকারাও প্রার্থনা করে জানিয়েছেন শুভকামনা।
প্রসঙ্গত, ডিপিএলের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম।
আরো পড়ুন: মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম: মাশরাফি বিন মর্তুজা
টসের সময়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়।
সেখানে তামিমের হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়। বর্তমানে তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক।
আরো পড়ুন: জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলেছেন; কেপিজি হাসপাতালে পর্যবেক্ষণে থাকবেন
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, '২৪ ঘণ্টার পর্যবেক্ষণে থাকবেন তামিম ইকবাল, বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।'
তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে কেপিজে হাসপাতালের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. রাজীব বলেছেন, এনজিওগ্রামের পর তামিম ইকবালের হার্টের ব্লক পুরোপুরি কেটে গেছে। এখনো পর্যবেক্ষণে আছেন।