পোস্টে লিখেন, মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।
এর আগে সকালে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। সেখানে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়েছে এই ব্যাটারের। বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।
আরো পড়ুন: হার্টে রিং পরানো হয়েছে তামিমের, সিসিইউতে স্থানান্তর
পরে গাজীপুরের কেপিজি হাসপাতালে তার হার্টে এ রিং প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তামিমকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
প্রধান উপদেষ্টার বিবৃতি পোস্ট বিস্তারিত পড়তে: তামিম ইকবালের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা
এদিকে সাবেক অধিনায়ক তামিম ইকবালের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ দুপুর ১টা ৪৩ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি পোস্ট করা হয়েছে।