আরো পড়ুন: সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
আজ (সোমবার, ২৪ মার্চ) সকালে বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ শুরুর পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। দুই দফায় হার্ট অ্যাটাক করায় তাকে প্রথমে সাভারের একটি হাসপাতালে এবং পরে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রধান উপদেষ্টার বিবৃতি পোস্ট বিস্তারিত পড়তে: তামিম ইকবালের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা
সেখানে তামিমের হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়। বর্তমানে তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘২৪ ঘণ্টার পর্যবেক্ষণে থাকবেন তামিম ইকবাল, বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।’
আরো পড়ুন: মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম: মাশরাফি বিন মর্তুজা
তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে কেপিজে হাসপাতালের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. রাজীব বলেছেন, এনজিওগ্রামের পর তামিম ইকবালের হার্টের ব্লক পুরোপুরি কেটে গেছে। এখনো পর্যবেক্ষণে আছেন।
আরো পড়ুন: হার্টে রিং পরানো হয়েছে তামিমের, সিসিইউতে স্থানান্তর
তিনি বলেন, ‘একটা হার্ট অ্যাটাক হয়েছিল এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়। এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ আছে ওনি করেছেন। খুব ভালো হয়েছে ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।