এখন মাঠে
0

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হলেন সাকিব

নিজের দ্বিতীয় বোলিং পরীক্ষাতেও চেন্নাইয়ে পাস করতে পারলো না সাকিব আল হাসান। ইংল্যান্ডের পর ভারতের চেন্নাইয়েও বোলিং অ্যাকশন ঠিক করতে না পারায় সাকিবের ওপর এসেছে নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকেই নিষিদ্ধ হচ্ছেন তিনি।

সারের হয়ে কাউন্টি খেলার দুই মাস পর সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে রিপোর্ট হয় । ইংল্যান্ডের লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে অ্যাকশনের প্রথম পরীক্ষায় অংশ নেন সাকিব। তাতে উৎরাতে ব্যর্থ তিনি।

২১ ডিসেম্বর চেন্নাইতে আরেক দফা পরীক্ষা দেন সাকিব। সেখানেও তিনি উত্তীর্ণ হতে পারেননি তিনি। পূর্ণাঙ্গ রিপোর্ট যাচাই বাছাই করেই সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বোর্ড।

কেবল বোলিং নিয়ে নিষেধাজ্ঞা নয়, বিগত সরকারের আমলে গায়ে রাজনৈতিক তকমা সাঁটানো সাকিবের দেশে ফেরা নিয়েও আছে সংশয়। তবু বিদেশের মাটিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিবির বিবেচনায় আছেন ব্যাটার সাকিব।

ভক্তদের জন্য দুঃসংবাদ হয়ে এলো সাকিবের এই নিষেধাজ্ঞা। এক অর্থে আন্তর্জাতিক

এসএস