টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪৪ রান পায় রাজশাহী। তবে পরের ২৩ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে চাপে পরে তারা।
এরপর ইয়াসির আলী ও রায়ান বার্লের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। শেষ পর্যন্ত ১৭৮ রানের বড় সংগ্রহ পায় উত্তরের দলটি।
জবাব দিতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে খুলনা। স্পিন আক্রমণে টাইগার্সকে ঘায়েল করেছে আনামুল হক বিজয়। খুলনার পক্ষে সর্বোচ্চ ৩৩ রান এসেছে আফিফ হোসেনের ব্যাটে।
ইনিংসের তিন বল বাকি থাকতে ১৫০ রানেই গুটিয়ে যায় মেহেদী মিরাজের দল। এদিন রাজশাহীর হয়ে সাতজন হাত ঘুরিয়েছেন। প্রত্যেকের ঝুলিতেই গেছে উইকেট।