ধর্ম
0

কোটার ৪৪ হাজার বাকি রেখেই শেষ হজ নিবন্ধন!

চতুর্থ দফায় সময় বাড়িয়েও হজের কাঙ্ক্ষিত কোটা পূরণ করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শেষদিন পর্যন্ত নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ জন। যার মধ্যে সরকারি ৪ হাজার ২৬০ ও বেসরকারি ৭৮ হাজার ৮৯৫ জন।

এদিকে আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন ধর্মসচিব মো. আ. হামিদ জমাদ্দার। তিনি বলেন, কোনোভাবেই আর সময় বাড়ানো হবে না, সে সুযোগও নেই। আজ বুধবার হজযাত্রীর সংখ্যা সৌদি সরকারকে জানিয়ে দিতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত বছরের মতো এবারও বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

চলতি বছর হজ পালনে সৌদি সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি হয় গত ৮ জানুয়ারি। সাধারণ প্যাকেজে গত বছরের চেয়ে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর ৯২ হাজার ৪৫০ টাকা কম খরচ হবে। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। গত বছরের তুলনায় খরচ কমেছে ৮২ হাজার ৮১৮ টাকা।

এই সম্পর্কিত অন্যান্য খবর