ধর্ম
0

হজ নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তি

এ বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি

বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে ২০২৪ সালের হজ সংক্রান্ত বিষয় নিয়ে চুক্তি হয়েছে। সোমবার সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল ১১ টার দিকে দু'দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে হয় এই চুক্তি।

সোমবার (৮ জানুয়ারি) ২০২৪ সালের হজ সংক্রান্ত বিষয়ে সৌদি আরবের জেদ্দায় সৌদি-বাংলাদেশ প্রতিনিধিদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেসময় সৌদি সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডক্টর আব্দুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাত। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণায়ের সচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, হজ এজেন্সি এসোসিয়েশন বাংলাদেশ-হাব'র সভাপতি এম শাহাদাত হোসেইন তসলিমসহ আরও অনেকে।

বৈঠকের সিদ্ধান্ত অনুসারে ১ লাখ ২৭ হাজার ১৯৮ মুসল্লি হজে অংশ নিতে পারবেন বলে জানান এম শাহাদাত হোসেইন তসলিম।

মুসল্লিরা যেন সুষ্ঠুভাবে হজ পালন করতে পারে এ নিয়েও বিস্তারিত আলোচনা হয় সৌদি সরকারের সঙ্গে। হজযাত্রীদের কল্যাণে হজ এজেন্সির সংখ্যা না কমিয়ে অন্যান্য বছরের ন্যায় সকল এজেন্সিকে রেখে হজ কার্যক্রম পরিচালনার জন্য সৌদি উপমন্ত্রীকে অনুরোধ জানান হাব সভাপতি। এতে হজযাত্রীদের সেবা দিতে সুবিধা হবে বলে মত তার।

হাবের সভাপতি এম শাহাদাত হোসেইন তসলিম বলেন, 'সৌদি সরকার বাংলাদেশে এজেন্সি কমানোর কথা বলেছিলো। কিন্তু আমরা তাদের অনুরোধ করি এজেন্সি কমালে এক এজেন্সির মাধ্যমে বেশি হজযাত্রী আসলে তাদেরকে আলাদাভাবে সেবা দেওয়া কঠিন হবে।'

যদিও বাংলাদেশি হজ এজেন্সির সংখ্যা কমানোর বিষয়ে এখনও কিছু জানায়নি রিয়াদ।