সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় সার্বক্ষণিক তৎপর বিজিবি: অধিনায়ক জাব্বার আহমেদ

পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি অধিনায়ক
পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি অধিনায়ক | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এবং সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন বলে জানিয়েছেন ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া উপজেলার রাধানগর এলাকার শ্রী শ্রী রাধামাধব আখড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ভারত সীমান্তবর্তী আখাউড়া ও বিজয়নগর উপজেলায় সীমান্ত লাগোয়া পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বেজ ক্যাম্প স্থাপন করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি অধিনায়ক জাব্বার আহমেদ বলেন, ‘সীমান্ত এলাকায় পূজা উদযাপন নিয়ে কোনো হুমকি নেই। তবুও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর আছেন। নির্বিঘ্নে পূজা উদযাপনে আমরা কাজ করে যাব। পূজা উপলক্ষে করা বিজিবির বেজ ক্যাম্পগুলো থেকে প্রতিদিন চারটি করে টহল দল প্রত্যেকটি পূজামণ্ডপে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আখাউড়া এবং বিজয়নগর সীমান্তে ৩৮টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় প্রধান দায়িত্বে আছেন বিজিবি সদস্যরা। এর পাশাপাশি হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘর এলাকাও ২৫ বিজিবির অধীনে। ২৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার মণ্ডপগুলোতে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া এসব এলাকার বাসিন্দাদের মধ্যে চমৎকার মেলবন্ধন থাকায় কোনো নিরাপত্তা ঝুঁকিও নেই।’

এসময় বিজিবি অধিনায়কের সঙ্গে শ্রী শ্রী রাধামাধব আখড়ার সভাপতি চন্দন কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জুটন বনিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে বিজিবি অধিনায়ক জাব্বার আহমেদ সীমান্তবর্তী অন্যান্য পূজামণ্ডপ পরিদর্শনে যান।

এসএস