এ পূজার মাধ্যমে স্বয়ং মা দুর্গা মানুষের ভেতরে বিকশিত হন। তাই শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়।
যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে বেলা সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় কুমারী পূজা।
আরও পড়ুন:
এবছর কুমারী হিসেবে মাগুরার নারানপুর এলাকার তমালীকা চক্রবর্তীর পাঁচ বছরের মেয়ে তম স্বতী চক্সবর্তীকে পূজা করেছেন ভক্তরা। কুমারী উমার মাধ্যমে দেবীকে আরাধনা করতে পেরে খুশি রামকৃষ্ণ আশ্রমে আসা ভক্তরা।





