আমরা এ নির্বাচনটাকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের আকচা ইউনিয়নে নির্বাচনি গণসংযোগে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এ নির্বাচনটাকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। তাই এ নির্বাচনে যদি সঠিক সরকার গঠন করতে পারি বা সঠিক ব্যক্তিটাকে নির্বাচিত করতে পারি, তাহলে আমরা একটা ভালো বাংলাদেশের চিন্তা করতে পারবো।’

তিনি বলেন, ‘এবার মানুষজন স্লোগান দিচ্ছে হিন্দু-মুসলমান বেধেছে জোট, ধানের শীষে দিবে ভোট। এটা একটা বিরাট পাওয়া তাই না? এটাতে আমাদের মধ্যে যে সাম্প্রদায়িকতা, সেটা দূর হয়ে যাবে। নতুন একটা চিন্তা ভাবনা আসবে, ধর্ম যার যার রাষ্ট্র সবার।’

আরও পড়ুন:

এর আগে, সকালে একই ইউনিয়নের আরেকটি গণসংযোগে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সময় বয়স হলেও কেউ ভোট দিতে পারেনি, আগের রাতে সব নিয়ে গেছে। এবার সুযোগ আসছে ঠিকমতো ভোটটা দিতে পারবো।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি তো মন্ত্রী ছিলাম, মন্ত্রী থাকাকালীন সময়ে কারো কাছে একটা চা খেয়েছি কিংবা টাকা নিছি? খালেদা জিয়া দেশের মানুষের উপকার করেছে, কল্যাণ করেছে এবং নিজের নীতিটা ঠিক রেখেছে। খালেদা জিয়া কোনোদিন আপোষ করেনাই মানুষের ভোটের অধিকারের জন্য।’

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান।

এসএস