শহিদ আবু সাঈদের ত্যাগ বৃথা যেতে পারে না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত
0

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহিদ আবু সাঈদের ত্যাগ বৃথা যেতে পারে না। আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রংপুর আবু সাঈদের পবিত্র রক্ত মেশানো মাটি। শহিদ আবু সাঈদের ত্যাগ বৃথা যেতে পারে না। এখানে আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শহিদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই ‘‘জুলাই সনদ’’ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।’

তারেক রহমান বলেন, ‘যেকোনো মূল্যে ২৪ এর জুলাই আন্দোলনের ত্যাগকে মূল্যায়ন করতে হবে। ৫ আগস্ট নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কারণে হয়নি।’

তিনি বলেন, ‘জুলাই সনদকে সম্মান করতে হ্যাঁ ভোটে রায় দিবেন। এবার জনগণ সিদ্ধান্ত নেবেন ১২ ফেব্রুয়ারি তারা কি করবেন।’

আরও পড়ুন:

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সে সনদকে সম্মান করতে হবে। সে জন্যেই আপনাদের সকলকে অনুরোধ করব- ধানের শীষে যেমন সিলটা দেবেন ১২ তারিখে। একই সঙ্গে দ্বিতীয় যে ব্যালট পেপারটা দিবে হ্যাঁ এবং না-এর, সেখানে হ্যাঁ-এর পক্ষে আপনারা রায় দেবেন।’ এছাড়াও সংস্কার নিয়ে বিএনপি কোনো লুকোচুরি করেনি বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘একটি দল কয়েকদিন ধরে বিএনপির নামে মিথ্যা কথা বলে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।’

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ক্ষমতায় এলে ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। এছাড়াও উত্তরবঙ্গে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়তে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেয়া হবে।’

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!