মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে হিন্দু ভোটারদের পা ভাঙা হবে, নারীরা বোরখা পরে থাকতে বাধ্য হবে বলে অপপ্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যাচার। বরং ইসলামী শাসনের অধীনে সবাই নিরাপদ থাকবে।’
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যারা ক্ষমতায় যাওয়ার আগে হুমকি, ভয়ভীতি, চাঁদাবাজি এবং দলীয় স্বার্থের জন্য নির্যাতন চালায়, তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদ থাকবে না। এ কারণে এবার লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতিকে আমরা দমন করে ৫৪ বছরের ব্যর্থ শাসকদের লাল কার্ড দেখাবো।’
আরও পড়ুন:
মিয়া লাম পরওয়ার পরে মারকাজুল উলুম মাদ্রাসায় উঠান বৈঠক করেন।
এসময় প্রতিপক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আপনারা ভয় দেখাতে পারেন, কালো টাকা ছড়াতে পারেন, কিন্তু জনগণ এখন আর বিভ্রান্ত হবে না। ১১ দলীয় জোট ইসলামী চেতনা, জুলাই চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয় ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবে।’
নির্বাচনে কোনো সহিংসতা চান না- উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, ‘জনগণ নিজের ভোটের অধিকার নিশ্চিত করবে। দাঁড়িপাল্লার ভোট মানুষকে মানবিক, ন্যায়বিচার ও উন্নয়নের পথে নিয়ে যাবে। এভাবে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে।’





