নির্বাচনি জনসভা: আগামীকাল ফেনীতে যাচ্ছেন জামায়াত আমির

পলিসি সামিটে বক্তব্য দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
পলিসি সামিটে বক্তব্য দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি: জামায়াতের ফেসবুক পেজ
1

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল (শুক্রবার, ৩০ জানুয়ারি) রাজনৈতিক সফরের অংশ হিসেবে ফেনীতে নির্বাচনি সমাবেশ করবেন। ফেনীর তিনটি আসনে ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীকের নির্বাচনি জনসভায় যোগ দিতেই ফেনী সফরে যাচ্ছেন তিনি বলে জানিয়েছে জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা।

আজ (বৃহস্প্রতিবার, ২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলন জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা এ তথ্য জানায়। 

এসময় তারা জানান, সকাল ৮টা থেকে জনসভার কার্যক্রম শুরু হবে। ১০ টায় আমিরে জামায়াত বক্তব্য রাখবেন। সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ আরও একাধিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:

এসময় আরও জানানো হয়, জামায়াতের আমির ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরশুরামে সীমান্তবর্তী বল্লামুখার বাঁধ পরিদর্শন, জুলাই অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের সঙ্গে মতবিনিময় এবং দাগনভূঞায় পথসভায় বক্তব্য রাখবেন।

জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায়, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের জেলা আমির মুফতী আবদুল হান্নান।

এএম