ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৩(ঘ) ধারা লঙ্ঘন করায়, একই বিধিমালার ২৭ ধারা অনুযায়ী উভয় প্রার্থীর প্রতিনিধির বিরুদ্ধে পৃথক দুইটি মামলায় প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আরও পড়ুন:
সেই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনি আচরণ বিধিমালা যথাযথভাবে অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয় বলে জানান তিনি।
পরে প্রার্থীদের প্রতিনিধিরা সড়ক থেকে ক্যাম্প দু’টি সরিয়ে নেন।





