২৫ জানুয়ারি স্মরণকালের বৃহত্তম জনসভা হবে চট্টগ্রামে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামে আগামী ২৫ জানুয়ারি তারেক রহমানের জনসভা কোনো রাজনৈতিক জনসভা নয়, সর্বস্তরের মানুষের জনসভায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, এটি স্মরণকালের বৃহত্তম একটি জনসভায় পরিণত হবে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে তারেক রহমানের চট্টগ্রাম আগমন ও জনসভার প্রস্তুতি উপলক্ষে মেহেদিবাগে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় চট্টগ্রামে ১৬টি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আমির খসরু বলেন, ‘জনসভা সুশৃঙ্খল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এটি স্মরণকালের বৃহত্তম একটি জনসভায় পরিণত হবে। নেতাকর্মীদের মধ্যেও তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বাস বিরাজ করছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘গণতান্ত্রিক যাত্রায় এর আগেও বিএনপি বারবার জয়ী হয়েছে, আগামীতেও জয়ী হবে। এ জনসভার মধ্য দিয়ে গণতন্ত্র আরও সুসংহত হবে।’

প্রস্তুতি সভা শেষে পলোগ্রউন্ড মাঠ পরিদর্শন করেন নেতাকর্মীরা।

এসএস