আজ (রোববার, ১৮ জানুয়ারি) বিকেলে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতে ইসলামীর লোকেরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডি সংগ্রহ করছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছি। বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ডে বিশ্বাসী। সে কারণেই আমাদের দলীয় প্রধান কর্মসূচি বাতিল করলেও অনেকেই তা মানছে না।’
তিনি বলেন, ‘বিএনপি বরাবরই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করে।’
আরও পড়ুন:
নির্বাচনসংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশনের কিছু কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে। পোস্টাল ব্যালটের সমস্যা এখনো সমাধান হয়নি। বিদেশে দেয়া পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব করা হয়েছে। এটি পরিবর্তনের জন্য আমরা ইসিকে আহ্বান জানিয়েছি। পাশাপাশি প্রতীক বরাদ্দের পর দেশীয় পর্যায়ে পোস্টাল ব্যালট দেয়ার বিষয়টিও তুলে ধরেছি।’
ছাত্রদলের অবস্থান কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন একবার পেছানো হলেও পরে আবার অনুমোদন দেয়ায় বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হতে পারে।’
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়াও উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের পক্ষে সিনিয়র সচিব আখতার আহমেদ বৈঠকে অংশ নেন।





