পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত: ইসির প্রজ্ঞাপন

জাতীয় নির্বাচন কমিশন
জাতীয় নির্বাচন কমিশন | ছবি: এখন টিভি
0

পাবনা–১ ও পাবনা–২ আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ (শনিবার ১০, জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানাসংক্রান্ত জটিলতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক প্রজ্ঞাপনে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন পরিচালনা ২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর সীমানা সংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ এ আপিল বিভাগের ৫ জানুয়ারির আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

আরও পড়ুন:

এর আগে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ পেলে গতকাল (শুক্রবার ৯, জানুয়ারি) ইসির জনসংযোগ থেকে বলা হয়, ইসির উদ্ধৃতি দিয়ে নির্বাচন স্থগিতের সংবাদটি সঠিক নয়। তবে প্রজ্ঞাপন অনুযায়ী গত ৬ জানুয়ারি পাবনা–১ ও পাবনা–২ আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইসি।

এএম