‘বিশেষ দলকে নিরাপত্তা দেয়ায় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছে’

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
0

একটি বিশেষ রাজনৈতিক দলকে নিরাপত্তা দেয়ায় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ (শনিবার, ১০ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ রাজনৈতিক দলকে নিরাপত্তা দিয়ে এমন অবস্থা তৈরি করেছে সরকারি কর্মকর্তারা। এতে গণমাধ্যম ও জনগণের কাছে ভুল মেসেজ যাচ্ছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন চায় একটি সুন্দর নির্বাচন। তারা জোট নিয়ে জানতে চেয়েছে।’ এসময় বিচার সংস্কার ও নিরাপত্তাহীনতার পরিস্থিতির জন্য জামায়াতের সঙ্গে এনসিপির কৌশলগত জোট হয়েছে বলে জানান নাহিদ।

নাহিদ আরও জানান, একটি প্রতিযোগিতামূলক নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা গেল না। নিরাপত্তাহীনতার পরিস্থিতি আছে, তবুও মাঠে যাবো। তবে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই।’

এসএইচ