ময়মনসিংহের ১১ আসনে বৈধ ৬৫, বাতিল ২৯

রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন যাচাই কার্যক্রম
রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন যাচাই কার্যক্রম | ছবি: এখন টিভি
0

মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের ১১ আসনে ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ (রোববার, ৪ জানুয়ারি) শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ময়মনসিংহ-৮, ৯, ১০ ও ১১-এ চারটি আসনের ৩৫ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হয়।

এদিন ১২ জন প্রার্থীর মধ্যে মনোনয়ন বাতিল করা হয়েছে। এতে তিন দিনে ১১ আসনে মোট বৈধ প্রার্থী ৬৫ জন ও মনোনয়ন বাতিল হয়েছে ২৯ জনের।

জানা যায়, মোট ভোটারের শতকরা ১ ভাগ সমর্থক ভোটারের স্বাক্ষর না মেলা, ঋণ খেলাপিসহ নানা কারণে চারটি আসনের ৩৫প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বাতিল হওয়া সবাই স্বতন্ত্র প্রার্থী। এতে ময়মনসিংহের ১১টি আসনে ৯৪ প্রার্থীর মধ্যে বৈধ ৬৫ এবং ২৯ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামীকাল থেকে ৯জুন পর্যন্ত আপিল করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তবে বাতিল হওয়া বেশ কয়েকজন প্রার্থী আপিল করবেন বলে জানান।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আসনভিত্তিক তালিকা

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট, ধোবাউড়া):

১. মুহাম্মদ রাশেদুল হক (বাংলাদেশ লেবার পার্টি)


ময়মনসিংহ-২ (ফুলপুর, তারাকান্দা):

১. শাহ শহীদ সারোয়ার (স্বতন্ত্র)

২. মোহাম্মদ আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র)


ময়মনসিংহ-৩ (গৌরিপুর):

১. মো. শরিফুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)

২. মো. আবু তাহের খান (বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি)


ময়মনসিংহ-৪ (সদর):

১. মো. লিয়াকত আলী (বিএসপি)

২. মো. হামিদুল ইসলাম (এনপিপি)


ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা):

১. মো. রফিকুল ইসলাম (এবি পার্টি)


ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া):

১. মো. সাইফুল ইসলাম (বিএনপি)

২. মো. নুরে আলম সিদ্দিকী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)

৩. তানভীর আহমেদ রানা (স্বতন্ত্র)


ময়মনসিংহ-৭ (ত্রিশাল):

১. আবুল মুনসুর (স্বতন্ত্র)

২. আ. কুদ্দুস (বাংলাদেশ খেলাফত মজলিস)

৩. ডা. মো. মাহাবুবুর রহমান (বিএনপি)

৪. মুহাম্মদ আনোয়ার সাদাত (স্বতন্ত্র)

৫. মো. জয়নাল আবদীন (স্বতন্ত্র)

৬. মো. নজরুল ইসলাম (খেলাফত মজলিস)


ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ):

১. মো. আজিজুর রহমান ভুঞা (স্বতন্ত্র)


ময়মনসিংহ-৯ (নান্দাইল):

১. পিন্টু চন্দ্র বিশ্বশর্মা (স্বতন্ত্র)

২. প্রফেসর এ, আর, খান (স্বতন্ত্র)

৩. মো. মামুন বিন আব্দুল মান্নান (স্বতন্ত্র)

৪. শামসুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস)

৫. হাসিনা খান চৌধুরী (স্বতন্ত্র)


ময়মনসিংহ-১০ (গফরগাঁও):

১. আবু বকর সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র)

২. আল ফাতাহ মো. আ. হান্নান (স্বতন্ত্র)

৩. আলমগীর মাহমুদ (স্বতন্ত্র)

৪. মো. মতিউর রহমান (স্বতন্ত্র)

৫. মো. মুশফিকুর রহমান (স্বতন্ত্র)


ময়মনসিংহ-১১ (ভালুকা):

১. মুহাম্মদ মোর্শেদ আলম (স্বতন্ত্র)

এএইচ