৩০০ ফিটের ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করলো বিএনপি

বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আমিনুল হক
বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আমিনুল হক | ছবি: এখন টিভি
1

রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সেইসঙ্গে এ এলাকার ব্যানার-ফেস্টুনও সরিয়ে ফেলা হয়েছে।

আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) সকালে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

আরও পড়ুন:

গতকাল (শুক্রবার, ২৬ ডিসেম্বর) বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য-আবর্জনা অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে বিএনপি।

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সারা দেশ থেকে দলের মনোনীত প্রার্থীরা যোগ দেন। সেইসঙ্গে এ অনুষ্ঠানে লাখ লাখ নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।

এসএইচ