বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে রাশেদ খান
ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে রাশেদ খান | ছবি: এখন টিভি
1

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিলেন। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমেদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেয়া হয়েছে।

এ উপলক্ষে আজ বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দলের মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল বলেন, ‘মো. রাশেদ খান, তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন এবং বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে, ঝিনাইদাহ-৪ আসন, যেটা ঝিনাইদাহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে। এ আসনে মো. রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়া হচ্ছে।’

এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘রাশেদ খান ছাত্রঅধিকার পরিষদ থেকে শুরু করে গণঅধিকার পরিষদ পর্যন্ত, তার যে যাত্রা এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, সেখানে তার যে সাহসী ভূমিকা, তাতে দেশের ছাত্র সমাজের দাবি মানতে তৎকালীন স্বৈরাচারী সরকার বাধ্য হয়েছিল। সেই ভূমিকায় রাশেদ খানের নাম উজ্জ্বল থাকবে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং রাশেদ খান বিগত চব্বিশের ছাত্র গণঅভ্যুত্থানে যে সাহসী ভূমিকা রেখেছেন তা আমি জানি।’

তিনি বলেন, ‘তারা জীবন বাজি রেখে অনেক পদক্ষেপ নিয়েছিল ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, ফ্যাসিবাদকে হটানোর জন্য। সেই অবদান ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। আমরা চাই, নতুন প্রজন্মের এরকম আরও অনেক সাবেক ছাত্র নেতা, যারা এখনও বয়সে তরুণ, যার দ্বারা জাতির বিনির্মাণে আরও অনেক পদক্ষেপ নিতে পারবো এবং সেজন্য তাদের জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজে ও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত হোক সেটা আমাদের কামনা।’

আরও পড়ুন:

এর আগে, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে ভোটার হস্তান্তর করেন বিএনপির মনোনিত প্রার্থী মো. রাশেদ খান। আজ বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর তিনি এ আবেদন করলে নির্বাচন কমিশন তা অনুমোদন করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন রাশেদ খান। এর আগে তিনি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন। পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা রাশেদ।

এর আগে, গণঅধিকার পরিষদ থেকে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানকে বহিষ্কার করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২৬ ডিসেম্বর) রাতে দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। রাশেদ খানের গণঅধিকার ছেড়ে বিএনপিতে যোগ দেয়ার বিষয়টি গণমাধ্যমে আসার পরই এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এসএস