আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বিজয় উৎসবে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বাংলাদেশে চারটি আন্দোলন হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। ৭৫ সালে সিপাহি জনতার বিপ্লবে নেতৃত্ব দিয়ে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে। ১৯৯০ এর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। ২৪ এর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান। প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বিএনপি। তারাই মূল কৃতিত্বের দাবিদার।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষের অনেক আকাঙ্খিত জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারেনি। মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেনি। মানুষ তাদের অধিকার পায়নি।’
আরও পড়ুন:
আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। জেলা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শ্যামল হোড়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক ফেডারেশনের সাবেক উপদেষ্টা বিএনপি নেতা আলী ইমাম তপন ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক।
এতে বক্তব্য রাখেন জেলা শ্রমিক ফেডারেশনের সদস্য সচিব মোমিনুল ইসলাম লাভলু, সহ সদস্য সচিব উদয় লাল গৌড় প্রমুখ।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





