এডব্লিউএস ইউজার গ্রুপ বাংলাদেশের এই চতুর্থ আসরটি প্রযুক্তিপ্রেমীদের জ্ঞান বিনিময় ও নেটওয়ার্কিংয়ের এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানটির সফল বাস্তবায়নে নেতৃত্ব দেন এডব্লিউএস ইউজার গ্রুপ বাংলাদেশের লিড ও অপ্টিমাইজলির মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহমুদ হাসান। তার সঙ্গে কো-লিড হিসেবে দায়িত্ব পালন করেন ব্রেইন স্টেশন ২৩-এর স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট ম্যানেজার নূর আফরিন এলা এবং এডব্লিউএস কমিউনিটি বিল্ডার শাহরিয়ার আল মুস্তাকিম মিতুল।
আরও পড়ুন:
দিনব্যাপী এ আয়োজনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ক্লাউড সিকিউরিটি এবং ডেভঅ্যাপসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ১০ জন অভিজ্ঞ স্পিকার তাদের মূল্যবান বক্তব্য ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
আয়োজনটির অন্যতম আকর্ষণ ছিল ‘রোবোটিক্স শোকেস’, যেখানে ব্র্যাক ইউনিভার্সিটি ও এমআইএসটির তিনটি ছাত্র দল— ব্র্যাকু মঙ্গল-তরী, এমআইএসটি মঙ্গল বারতা এবং এমআইএসটি মাভিরভ তাদের উদ্ভাবনী রোবোটিক্স প্রকল্পগুলো প্রদর্শন করে।
ক্লাউড ও এআই প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই প্রকল্পগুলো উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এছাড়া একটি বিশেষ প্যানেল আলোচনায় স্বয়ংক্রিয়তার যুগে ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় দক্ষতার পরিবর্তন নিয়ে আলোচনা করেন ব্রেইন স্টেশন ২৩-এর সিটিও মোহাম্মদ মিজানুর রহমান, এআইভিগেটর-এর সিইও শাদিদ হক এবং ফিল্ড নেশনের ডিরেক্টর শাহজাদা রেদওয়ান।





