স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দিচ্ছে, জনগণ তাদের প্রতিহত করবে: ফখরুল

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা | ছবি: এখন টিভি
0

স্বাধীনতাবিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে জনগণ তাদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) সকাল ৯টায় মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ আরও বেগবান করবেন।’

আরও পড়ুন:

এছাড়া সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের জন্য আহ্বানও জানান তিনি। এসময় মির্জা ফখরুল ছাড়াও বিএনপির অনন্য কেন্দ্রীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সকাল থেকেই বিএনপি মহানগর থানা ও ওয়ার্ড নেতাকর্মীরা সকাল থেকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন।

এসএইচ