মির্জা আব্বাস বলেন, ‘গোলাম আযমসহ তার সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়?’
তিনি বলেন, ‘গোলাম আযমের দলটি ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি, ১৯৪৭ সাল ১৯৭১ সাল— এখন পর্যন্ত দেশের শান্তি কখনও কামনা করে নাই, তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনও তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায়, দেশটা একটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক, অশান্তির বাংলাদেশ থাকুক।’
আরও পড়ুন:
২৪ এবং ৭১-কে মুখোমুখি করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘৭১ এবং ২৪ যার যার অবস্থানে স্বমহিমায় তারা বিরাজিত। ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই।’
তিনি বলেন, ‘আশা করেছিলাম স্বাধীনতার পর আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশে গড়ার। আওয়ামী লীগ এসে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘সামনে যে দিনগুলো আসছে—এ নির্বাচনে আমরা আশা করছি, যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’





