ধর্মকে কটাক্ষ করে বক্তব্য-প্রচারণা চালানো উচিত নয়: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | জামায়াত আমিরের ফেসবুক
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্মকে কটাক্ষ করে বক্তব্য, বিবৃতি ও প্রচারণা চালানো উচিত নয়। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এ কথা লিখেছেন।

জামায়াত আমির লেখেন, ‘আবহমান কাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছে। এটি খুবই স্বাভাবিক যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন ধর্ম, বর্ণ ও বিশ্বাসের মানুষ রয়েছেন।’

আরও পড়ুন:

আমাদের প্রচলিত সংবিধান সবার বিশ্বাসকে সম্মান করে বলে উল্লেখ করে তিনি পোস্টে বলেন, ‘কারোরই উচিত হবে না কোনো ধর্মকে কটাক্ষ করে কোনো বক্তব্য, বিবৃতি ও প্রচারণা চালানো। তাতে সামাজিক শান্তি ও সৌহার্দ্য বিঘ্নিত হবে। এটি একটি দেশ ও জাতির জন্য কখনো কল্যাণকর হতে পারে না।’

এ বিষয়গুলো খেয়াল রেখে সবাইকে তাদের নাগরিক দায়িত্ব পালন করার জন্য আহ্বানও জানান ডা. শফিকুর রহমান।

এসএইচ