জুলাই আন্দোলনকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিটি ঘটনায় বিদ্যালয়ের তৎকালীন ভিসি মাস্টারমাইন্ড হিসেবে জড়িত ছিলেন উল্লেখ্য করে সাদিক কায়েম বলেন, ‘সে সময় শহিদুল্লাহ হলসহ বিভিন্ন জাগায় ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে দফায় দফায় হামলা করে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ইসরাইল যেভাবে হাসপাতালে হামলা করে, জুলাই বিপ্লবের সময় সন্ত্রাসী ছাত্রলীগ সেভাবে ঢাকা মেডিকেলে হামলা করেছিলো। যার নির্দেশদাতা ছিলেন ভিসি মাকসুদ কামাল।’
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একটি মহল তাকে শেল্টার দেয়ার চেষ্টা করলেও এই স্বাধীন বাংলাদেশে মাকসুদ কামালের বিচার হবে।’
এর আগে সকালে ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ও আসিফ আব্দুল্লাহসহ ট্রাইব্যুনালে আসেন সাদিক কায়েম। তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে মাকসুদ কামাল, ওবায়দুল কাদেরসহ জড়িতদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন তারা।





