জামায়াত আমিরের বক্তব্য গণমাধ্যমে ‘বিকৃতভাবে প্রকাশে’ দলটির নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী | ছবি: সংগৃহীত
0

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য দুটি গণমাধ্যমে বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে—এমনটা দাবি করে বিবৃতি দিয়েছে দলটি। আজ (রোববার, ২৩ নভেম্বর) এ বিবৃতি দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে বলা হয়, গত ২২ নভেম্বর চট্টগ্রাম প্যারেড ময়দানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে।’ কিন্তু দুটি দৈনিক ইচ্ছাকৃতভাবে ওই বক্তব্য থেকে ‘নির্বাচনের’ শব্দটি বাদ দিয়ে কেবল ‘জেনোসাইড’ উল্লেখ করেছে। এর ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমি এ বিকৃতি ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন:

অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘জামায়াত আমিরের উক্ত বক্তব্যের ভিডিও আমাদের কাছে সংরক্ষিত রয়েছে, যা যে কেউ দেখে বাস্তব বিষয়টি যাচাই করতে পারবেন। এতে প্রমাণিত হয় যে, দুটি দৈনিক জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশে ইচ্ছাকৃতভাবে ডা. শফিকুর রহমানের বক্তব্য বিকৃত করেছে। যা অনৈতিক, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।’

দলটি আশা করে, পত্রিকাদ্বয় প্রতিবাদ বিবৃতিটি যথাস্থানে প্রকাশ করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করবেন এবং যথাযথভাবে দুঃখ প্রকাশ করবে।

এসএইচ