২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়; তারেক রহমানের অভিনন্দন

বাংলাদেশের এই দুর্দান্ত জয়ে অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান
বাংলাদেশের এই দুর্দান্ত জয়ে অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান | ছবি: এখন টিভি
0

২২ বছর পর আন্তর্জাতিক ফুটবলে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মোরছালিনের একাদশ মিনিটের গোল এবং পুরো দলের শৃঙ্খলাবদ্ধ লড়াইয়ে এই মর্যাদাপূর্ণ জয় আসে লাল-সবুজদের ঘরে।

এ জয়ের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে এই সাফল্য প্রমাণ করেছে—শৃঙ্খলা, ঐক্য এবং আত্মবিশ্বাস থাকলে বাংলাদেশ অনেক বড় অর্জন করতে পারে।’

আরও পড়ুন

তারেক রহমান আরও বলেন, ‘এ জয়ে শুধু ফুটবল নয়, কোটি ক্রীড়াপ্রেমীর মনে ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।’ মোরছালিনদের পারফরম্যান্স তরুণদের জন্য বড় অনুপ্রেরণা উল্লেখ করে তিনি বিশ্বাস প্রকাশ করেন যে প্রতিভা লালন ও খেলোয়াড়দের শক্ত ভিত গড়ে তুলতে পারলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য আসবে।

ঐতিহাসিক এ জয়ের পর ফুটবলপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং অনেকেই এটিকে বাংলাদেশের ফুটবলের নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন।

এনএইচ