দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে আর ভোট দেবে না জনগণ: তাহের

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে আর ভোট দেবে না জনগণ। আজ (শনিবার, ১৫ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াত আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সংস্কারকে প্রত্যাখ্যান করা মানে আবারও ১৫ বছরের অন্ধকারে ফিরে যাওয়া এবং ফ্যাসিবাদের জন্য দরজা খুলে দেওয়া। দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে আর ভোট দেবে না জনগণ।’

তার মতে, বিএনপি বড় দল হলেও জনগণের কাছে আর জনপ্রিয় নয়। বর্তমান সময়ে দেশের মানুষের আস্থার শীর্ষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তিনি আশ্বস্ত করে বলেন, ‘হত্যা বা লুটপাটের রাজনীতি আর হবে না। সকল দলেরই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিত করা হবে।’ পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষই নিরাপদে ও শান্তিতে বসবাস করবেন।

এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বিএনপি করা আপনার অধিকার, তবে এলাকার উন্নয়নের স্বার্থে ভোট আমাকে দিবেন।’

এর আগে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জমায়েত হন সমাবেশ স্থলে। দীর্ঘ ১৭ বছর পর ইউনিয়নে এটি ছিল জামায়াতের সবচেয়ে বড় সমাবেশ। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা এবং দাঁড়িপাল্লা হাতে নানান স্লোগানে মুখর হয়ে ওঠে কলেজ মাঠের সমাবেশ স্থল।

গুণবতী ইউনিয়ন জামায়াতের আমীর মো. ইউসুফ মেম্বারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন।

এএইচ